গ্রাজিনা स्टज़िंस्का

প্যারিস মানমন্দির, ফ্রান্স
গ্রাজিনার জন্ম ফ্রান্সে পলিশ পরিবারে আর উনি জীবনের বেশিভাগ সময় প্যারিসে থেকেছেন। উনি একজন প্যারিস মানমন্দিরের সদস্যরত খগোলবিদ।উনি নীহারিকা আর ছায়াপথের বিশেষজ্ঞ। ওনার বেশিভাগ কাজ পলিশ, মেক্সিকান, ব্রাজিলিয়ান, আর স্প্যানিশ খগোলবিদদের সাথে যাঁরা পরবর্তী কালে ওনার ভালো বন্ধু হয়ে গেছেন। বিভিন্ন ভাষা শেখা ও বিশ্বের রকমারি খাবার বানানো ওনার শখ। এছাড়া বই পড়া এবং বিভিন্ন দেশের গান শোনাও তাঁর শখের মদ্যে পরে। ওনার স্বামীও খগোলবিদ এবং ওনাদের একটি মেয়ে, দুজন নাতি, আর তিনটে বেড়াল আছে।