আপনার ব্রাউজারে কোনও সমস্যা আছে। নিজের ব্রাউজার আপডেট করুণ।

নাতালিয়া ভেল আসারি

নাতালিয়া ভেল আসারি

সান্তা কাতারিনা যুক্তরাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, ব্রাজিল

নাতালিয়ার জন্ম ব্রাজিলের ব্রাসিলিয়া তে। ওনার শখের মদ্যে পরে ভ্রমণ, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, আর নানা রকমের কলম, পেন্সিল, আর কাগজ ব্যবহার করা। উনি সব সময় নিজের সাথে একটি বই আর গানের রেকর্ড রাখতে পছন্দ করেন। ওনার স্বামী ওনাকে পছন্দ মত গান, বই, আর ফিল্ম দিয়ে প্রায়ই বিস্বিত করেন। ওনাদের পোষ্যরূপে খাঁচা ছাড়া প্রচুর পাখি আছে। উনি ব্রাজিলের ব্রাসিলিয়া আর নাটাল, ফ্রান্সের প্যারিস, আর ইংল্যান্ডের কেমব্রিজে ছিলেন। এখন উনি ফ্লোরিয়ানোপলিসে থাকেন আর সান্তা কাতারিনা যুক্তরাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়ান।ওনার গবেষণা ছায়াপথের বিজ্ঞানের উপরে।