আপনার ব্রাউজারে কোনও সমস্যা আছে। নিজের ব্রাউজার আপডেট করুণ।

স্ট্যানলি কার্টজ

স্ট্যানলি কার্টজ

মেক্সিকো রাষ্ট্রীয় স্বশাসিত বিশ্ববিদ্যালয়, মোরেলিয়া, মেক্সিকো

স্ট্যান খগোল বিজ্ঞান আর রেডিও খগোল শাস্ত্রের বিষয় নিয়ে উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে নিজের ডক্টরেট পেয়েছেন। এখন মেক্সিকো রাষ্ট্রীয় স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের রেডিও খগোল শাস্ত্র প্রতিষ্ঠানে প্রফেসর।ওনার গবেষণার বিষয় তারার সৃজন আর পার্শ্ববর্তী আকাশে সেই তারাগুলির প্রভাব। তাঁর নির্দেশনায় স্নাতক থেকে নিয়ে ডক্টরেটের প্রকল্পর, এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পদার্থবিজ্ঞান আর স্নাতকোত্তরে খগোল শাস্ত্র পড়ান। পূর্ববর্তী জীবনে ওনার রুচি ছবি তোলা, কৃষিকাজ, আর মাসল গাড়িতেও ছিল। এছাড়া ওনার রুচি রান্না করা, বাগান করা, বিয়ার বানানো, বই পড়া (বিয়ার খেতে খেতে), বিভিন্ন ভাষা শেখা, আর রোজ দুপুরে ঘুম দেওয়া।